বড়টিয়া ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে ১ টি নদী।
নদীর নাম | উৎপত্তিস্থল হতে শেষ স্থলের বিবরন | দৈর্ঘ্য |
ইছামতি নদী | দৌলতপুর থানার জিয়নপুর যমুনা নদী থেকে এই শাখা নদী উৎপন্ন হয়ে খলসির বুক চিরে হিজুলিয়া গ্রামে এসে দুটি শাখা উৎপন্ন হয়ে একটি পূর্বে ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীতে মিশেছে, আর একটি শাখা হিজুলিয়ার ওপর দিয়ে বড়টিয়া হয়ে বারাদিয়া হয়ে হয়ে পদ্মা নদীতে গিয়ে মিশেছে। | বড়টিয়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ১৩ কিলোমিটার প্রায় |
খালের বিবরনঃ
খালের নাম | উৎপত্তিস্থল হতে শেষ স্থলের বিবরন | দৈর্ঘ্য |
হিজুলিয়া খাল | হিজুলিয়া কবরস্থানের কাছ থেকে শুরু করে নয়াচর নেগারকান্দী হয়ে তেওতা পদ্মা নদীতে গিয়ে মিশেছে | বড়টিয়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৬ কিলোমিটার প্রায় |
হিজুলিয়া বিলের খাল | হিজুলিয়া বিল হতে কবরস্থানের কাছে এসে মিশেছে। | বড়টিয়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ২ কিলোমিটার প্রায় |
ফুলহারা কাটা খাল | হিজুলিয়া ইছামতি নদীর সংযোগ স্থল হতে ফুলহারা বিল পর্যন্ত | বড়টিয়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ২ কিলোমিটার প্রায় |
কলিয়া কাটা খাল | বড়টিয়া বাজারের দক্ষিন পাশ হতে কলিয়া বিল পর্যন্ত | বড়টিয়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৩ কিলোমিটার প্রায় |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS